Khoborerchokh logo

গাজীপুর মহানগরের বাসন এলাকায় পোশাক কারখানার গোডাউনে আগুন 196 0

Khoborerchokh logo

গাজীপুর মহানগরের বাসন এলাকায় পোশাক কারখানার গোডাউনে আগুন

রনি আহম্মেদ:
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানাধীন ভোগরা বাইপাস বাসন সড়ক এলাকার একটি তৈরি পোশাক কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায় সোমবার(১৬ আগস্ট)২০২১ইং ভোর ৬.৩০ মিনিটের দিকে আলেমা টেক্সটাইল লিমিটেড নামের ঐ কারখানার ডাইং ও নিটিং সেকশনের গোডাউনে আগুনের সূত্রপাত হয়।
আগুন লাগার প্রথম পর্যায়ে  নিজস্ব অগ্নিনির্বাপণ সিলিন্ডার ব্যবস্থা থেকে কারখানার কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। আগুন নিয়ন্ত্রনের বাহিরে গেলে,পরে খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দেড় ঘণ্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
 ফায়ার সার্ভিসের আব্দুল হামিদ উপ-সহকারী পরিচালক,গাজীপুর জানান,গাজীপুর ও টঙ্গীসহ ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।আগুনে পড়ে যাওয়া ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।



সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com